শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী

তিন নৌবন্দরে বিআইডব্লিউটিএর রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সদরঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ ও বরিশাল নৌবন্দরেও এ কর্মসূচি আয়োজন করা হয়। গতকাল সকাল ৯টার দিকে সদরঘাট টার্মিনালের দ্বিতীয় তলায় কর্মসূচি উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী    ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানি। কর্মসূচিতে ঢাকায় ৬৮ জন, নারায়ণগঞ্জে ৬৩ এবং বরিশালে ৫৮ জন রক্ত দান করেন। প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই রক্তদান কর্মসূচি একটি অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু এই জাতির জন্য রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধুর রক্তের কাছে এই জাতি ঋণী।

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত : নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান বিবি ফাউন্ডেশন আয়োজিত ‘১৫ ও ২১ আগস্ট হামলা কি একই সূত্রে গাঁথা?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রশিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক আলাউদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ খবর