শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গুগল-ফেসবুককে ৯ হাজার কোটি টাকা দিয়েছে ৩ মোবাইল কোম্পানি

হাই কোর্টে প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক

বিগত পাঁচ বছরে মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি গুগল ও ফেসবুককে প্রায় নয় হাজার কোটি টাকা দিয়েছে। হাই কোর্টে দাখিল করা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে বিটিআরসির পক্ষে প্রতিবেদন দাখিল করেন আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ। রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপপরিচালক প্রকৌশলী মো. নাহিদুল হাসান স্বাক্ষরিত ওই প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে মোট তিনটি মোবাইল কোম্পানি বিগত পাঁচ বছরে মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি গুগল ও ফেসবুককে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে বলে উল্লেখ করা হয়। তবে একই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরেকটি প্রতিবেদন দাখিল হলেও তাতে সন্তুষ্ট হয়নি হাই কোর্ট। তাদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে পুনরায় প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে। ইন্টারনেট ভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও এনবিআরকে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ২০১৮ সালের ১৮ এপ্রিল সার্চ ইঞ্জিন গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক সব ধরনের প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এ ছাড়াও ইন্টারনেট মাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি এবং বিভিন্ন প্রকার লাইসেন্স বিক্রির ফিসহ যে কোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ টাকা পরিশোধ করা হয় তার থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়। একই সঙ্গে ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রয়োজনীয় রাজস্ব আদায়ের কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করে হাই কোর্ট।

সর্বশেষ খবর