শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অর্পিত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া সহজ করতে আইন করার সুপারিশ

সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির নামজারি, খাজনা প্রদান ও জমি হস্তান্তরের ক্ষেত্রে জনগণের হয়রানি ও অহেতুক ভোগান্তি দূর করতে এবং সাবেক ‘খ’-তফশিলভুক্ত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া সহজ করতে একটি পৃথক আইন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জনগণের দুর্ভোগ লাঘব ও ভূমি সংক্রান্ত সেবা তরান্বিত করার জন্য সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বর্তমানে সাব রেজিস্ট্রাররা আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম, মো. আমিনুল ইসলাম বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি গ্রামীণ জনপদে যেসব রাস্তা বিভিন্নভাবে অবৈধ দখলে চলে গেছে, তা চিহ্নিত করে পুনরুদ্ধারের সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প’-এর কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর