শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সহজাত অংশীদার

----- ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, একসঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সহজাত অংশীদার। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। গত ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতার ৭৪তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো এবং ইন্দোনেশিয়ান দূতাবাস রাজধানীর র‌্যাডিসন হোটেলে জাতীয় দিবসের সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ড. সুকর্ণর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জোকো উইদোদোর গত বছরের বাংলাদেশ সফরকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন। উল্লেখ্য, ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

সর্বশেষ খবর