শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আজ ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’। ২০০৭ সালের ২০-২৩ আগস্ট তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক ও নিন্দনীয় ঘটনার স্মরণে এ দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর