শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা আলোকচিত্র’ শীর্ষক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা আলোকচিত্র’ শীর্ষক প্রদর্শনী

রোহিঙ্গাদের ওপর তোলা ছবি নিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন -বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে রোহিঙ্গাদের ওপর তোলা ছবি নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফটোসাংবাদিক সানাউল হকের একক ‘রোহিঙ্গা আলোকচিত্র’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি হেলাল হাফিজ, বাংলাদেশের খবর পত্রিকার উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন, ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, আমরা চাই রোহিঙ্গারা সসম্মানে নাগরিক অধিকার নিয়ে তাদের দেশে ফিরে যাক। সরকার তাদের দ্রুত প্রত্যাবাসনের সব চেষ্টাই করে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। তারা যেন নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, রোহিঙ্গাদের উদ্বাস্তু জীবনচিত্র নিয়ে সানাউল হক ‘রোহিঙ্গা আলোকচিত্র’ শীর্ষক বই প্রকাশ করেছেন। প্রকাশিত বইয়ের ছবিগুলো নিয়েই এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর