শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আজ ইয়াসমিন হত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের আলোচিত কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যা ট্র্যাজেডি দিবস আজ। ২৪ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে পুলিশি হেফাজতে ধর্ষণ ও হত্যার শিকার হয় ইয়াসমিন। এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে গোটা দিনাজপুর। পুলিশি হেফাজতে ইয়াসমিন ধর্ষণ ও তার হত্যার বিচার চাইতে গিয়ে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সামু, সিরাজ ও কাদের নামে তিনজন নিহত হন। আহত হন আরও শতাধিক মানুষ। পরে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর কোতোয়ালি থানা, তিনটি পুলিশ ফাঁড়ি, কাস্টমস গোডাউন, স্থানীয় প্রেস ক্লাব, চারটি পত্রিকা অফিসসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর পর থেকেই ২৪ আগস্ট দিনটি বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া গতকাল বিকালে নারী সংহতির পক্ষ থেকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ইয়াসমিন দিবস ও সারা দেশে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর