শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৭০ জন আলোকচিত্রীর ৭০টি ছবি নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে গতকাল চিত্রশালা মিলনায়তনে শুরু হয় ‘পিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’ শিরোনামের এ আয়োজন। তিনদিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্র্ট মিলার।

বাউলের কণ্ঠে বঙ্গবন্ধু : বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বাউল গানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ‘বাউলের কণ্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামের এ আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে ১০টি গান পরিবেশন করে বাউল শিল্পীরা। বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলামিস্ট মোনায়েম সরকার, সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। বাংলার পণ্যের প্রদর্শনী : আবহমান বাংলার লোকজ পণ্য নিয়ে রাজধানীতে দুদিনের প্রদর্শনীর আয়োজন করেছে কারুশিল্প ফাউন্ডেশন। গতকাল র‌্যাডিসন হোটেলের উৎসব হলে ‘দ্বিতীয় হেরিটেজ গালা ইভেন্ট- আগস্ট ২০১৯’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

সর্বশেষ খবর