শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আর্জেন্টিনায় তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ শুল্ক কমানো প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনায় তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ শুল্ক কমানো প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

আর্জেন্টিনার শ্রমমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর এক বৈঠকে উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত হয়েছে। এ সময় বণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। আর্জেন্টিনার বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ৬২২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি  করেছে, একই সময়ে মাত্র ১৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এতে দুদেশের বাণিজ্য ব্যবধান বাড়ছে। আর্জেন্টিনা বাংলাদেশের তৈরি পোশাকের আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে কমিয়ে আনলে বা এফটিএ স্বাক্ষর করে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিলে এ রপ্তানি বৃদ্ধি পাবে।  আর্জেন্টিনায় সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল আর্জেন্টিনার উৎপাদন ও শ্রমমন্ত্রী ডান্টে সিকার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক আর্জেন্টিনায় রপ্তানি করতে আমদানির ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাস করা একান্ত প্রয়োজন। আর্জেন্টিনার উৎপাদন ও শ্রমমন্ত্রী ডান্টে সিকার বলেন, আগামী মাসে তৈরি পোশাকের ওপর শুল্ক হ্রাস বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সভা হবে। এ সময় উভয় দেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার খাত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর