রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হীরা-সোনা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা

রুহুল আমিন রাসেল

হীরা-সোনা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা

এবার মূল্যবান হীরা-সোনা আমদানিতে শুল্কমুক্ত বন্ডেড ওয়্যার সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা। তারা জুয়েলারি পণ্য শতভাগ পুনঃ রপ্তানির শর্তে কাঁচামাল হিসেবে প্রথমবারের মতো অমসৃণ হীরা-সোনা আমদানির এই সুযোগ পাবেন। এজন্য একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বন্ড লাইসেন্স। তবে কাঁচামাল হিসেবে আমদানি করা হীরা-সোনার ব্যবহার কীভাবে হবে, তার কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই বলে জানিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। জানা গেছে, হীরা ও সোনার মতো জুয়েলারি পণ্যের রপ্তানি কার্যক্রম উৎসাহিত করতে গত ২২ জুলাই একটি বহুপাক্ষিক কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ওই কমিটির আহ্বায়ক এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের মহাপরিচালক মাশুক আল হোসাইন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শুধু কমিটিই গঠন করা হয়েছে, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এনবিআরের নির্দেশনা চেয়ে গত ৭ আগস্ট পত্র দিয়েছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবীর। ওই পত্রে বলা হয়- আমদানি

করা কাঁচামাল কেবল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সহগের ভিত্তিতে ব্যবহারের বিধান রয়েছে। কিন্তু বন্ডেড লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাঁচামালের ব্যবহার কীভাবে হবে, তার কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। প্রতিষ্ঠানটির সহগ নির্ধারণের একটি কমিটি গঠন করা হলেও অদ্যাবধি সহগ অনুমোদনের কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটির বিপরীতে আমদানি প্রাপ্যতা প্রদান ও কাঁচামালের ব্যবহার সংক্রান্ত দিকনির্দেশনা প্রয়োজন বলে ওই পত্রে জানিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। জানা গেছে, এনবিআরের শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের মহাপরিচালক মাশুক আল হোসাইনকে আহ্বায়ক করে গঠিত ৭ সদস্যবিশিষ্ট বহুপাক্ষিক কমিটিতে আছেন- বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট, বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস ও ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটরের একজন করে প্রতিনিধি। এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গত ২২ জুন ‘স্বর্ণ কর মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন- রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল হিসেবে সোনা আমদানি করলে বন্ড সুবিধা দেওয়া হবে। কাঁচামাল হিসেবে যেটুকু সোনা আমদানি হবে, তার সবটুকু রপ্তানি করতে হবে। এনবিআর আমদানি-রপ্তানির সব হিসাব রাখবে। বন্ড সুবিধায় আমদানি হওয়া কোনো সোনা খোলা বাজারে বিক্রি করা যাবে না। তবে অলংকার আমদানিতে বন্ড সুবিধা দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর