রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সংখ্যালঘু কমিশন গঠন চান জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সংখ্যালঘুদের প্রাপ্যতা  দেখাশোনার জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় বা কমিশন থাকতে পারে। যাতে তারা তাদের প্রাপ্য অধিকার পেতে পারেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, স্বাধীনতার এত বছর পর সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের প্রশ্ন উঠছে- এটা বড়ই লজ্জার। যদিও আমি সংখ্যালঘু শব্দটা থাকার পক্ষে নই। আমরা সবাই বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। তিনি বলেন, আমাদের এই সম্প্রীতির ইতিহাস হাজার বছর ধরে চলে আসছে। ৯৫ শতাংশ মানুষ সম্প্রীতির পক্ষে। আর ৫ শতাংশ মানুষ হয়তো এর বিরুদ্ধে থাকতে পারে। এরা সমাজের মঙ্গল চায় না। তিনি বলেন, আমাদের দেশের মানুষ ধার্মিক। তবে গোঁড়া না। আমি মনে করি যে যত ধার্মিক তাকে তত অসাম্প্রদায়িক হতে হবে। ধর্মগুলো সৃষ্টিই হয়েছে সমাজে শান্তির জন্য। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ। ভারত তার সংবিধান কাটবে না জোড়া লাগাবে এটা তাদের বিষয়। এটা নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো। আমাদের মাথা ঘামাতে হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে। শ্রীকৃষ্ণ সেবা সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র বলেন, প্রিয়া সাহা আমেরিকায় যে কথা বলেছেন, সেটা তার ব্যক্তিগত। এটা হিন্দু সম্প্রদায়ের বক্তব্য নয়। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। আয়োজক সংগঠনের সভাপতি নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সোমনাথ দে, তাপস কুমার পাল, আকাশ কুমার ভৌমিক প্রমুখ। সভা পরিচালনা করেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের সদস্য সচিব সম্পাদক সুজন দে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর