রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, নারীনেত্রী বেগম আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া তাঁর নিজ জেলা কিশোরগঞ্জের ভৈরবেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন। এ ছাড়া আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর পরিবারের পক্ষ থেকে আইভি কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইভি রহমানকে স্মরণ করেন তিনি। বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জাকিয়া পারভিন খানম মণি এমপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ। এদিকে দিনটি উপলক্ষে ভৈরবেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় আওয়ামী লীগ সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত আইভি রহমানের স্মৃতি তোরণে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া নিজ বাসায় মেয়ে তানিয়ার উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমার বাবার বাড়ি ভৈরব শহরের চ-ীবের এলাকার বাসায়ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়। বিকাল ৫টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর