রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের প্রধান ক্যাশিয়ার ডিশ বাদল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাঁদাবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, শাহাদাতের প্রধান ক্যাশিয়ার হিসেবে পরিচিত বাদল।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা থেকে ডিশ বাদলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও শাহআলী থানায় একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর নামে যত চাঁদা সংগ্রহ করা হয় তার প্রধান ক্যাশিয়ার ডিশ বাদল। এর আগে শাহাদাতের অন্য সহযোগীদের গ্রেফতারের পর তাদের কাছ থেকে ডিশ বাদলের তথ্য মেলে। এএসপি সাজেদুল বলেন, জিজ্ঞাসাবাদে  ডিশ বাদল জানিয়েছে-শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভারতে অবস্থান করলেও তার মাধ্যমে মিরপুরে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখত। কারণ বাদল এলাকার ব্যবসায়ীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে অবস্থানরত শাহাদাতের কাছে পাঠাত। আর এসব নম্বরের মাধ্যমে শাহাদাত কল করে চাঁদা দাবি করতেন। পরে ব্যবসায়ীরা ডিশ বাদলের কাছে চাঁদা জমা দিতেন। আর সে টাকা হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পৌঁছানো হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর