সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুলাভাইকে হত্যায় শ্যালকের ফাঁসির রায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর জাহিদুল হাসান বিপ্লব হত্যামামলার রায়ে শ্যালক ফয়সাল কবীর রনিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রনি নগরীর কাজলা কেডিক্লাব পশ্চিমপাড়া এলাকার এস এম হাবিবুর রহমানের ছেলে। এ মামলায় হাবিবুর রহমানও আসামি ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দ- পাওয়া রনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ মার্চ কাজলা কেডিক্লাবের সামনে হাবিবুরের জামাতা বিপ্লব হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিপ্লব ওই এলাকার এরশাদ আলীর ছেলে। এর আগে বিপ্লব ভালোবেসে রনির বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে পারিবারিকভাবে মেনে নিতে পারেননি রনি। বিষয়টি নিয়ে রনি ও বিপ্লবের মধে দ্বন্দ্ব শুরু হয়। ঘটনার দিন বাড়ির সামনে ইট রাখা নিয়ে বিপ্লব ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিপ্লবের বুকে ছুরি দিয়ে আঘাত করে রনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রনি পালিয়ে যায়। এ ঘটনায় নিহত বিপ্লবের বড় ভাই আসাদ জামান ওরফে বুলবুল ওইদিনই বাদী হয়ে রনিসহ তিনজনকে আসামি করে মতিহার থানায় হত্যামামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর