সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
এফবিসিসিআইয়ের সঙ্গে রিভা গাঙ্গুলী

পরিবারভিত্তিক ব্যবসার জনপ্রিয়তা চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ভারতের নতুন উদ্যোক্তাদের জন্য সম্প্রতি ‘পরিবার-ভিত্তিক ব্যবসা উদ্যোগ’ বা ‘ফ্যামিলি ওনড বিজনেস’ বেশ সাফল্য পেয়েছে, যা বাংলাদেশ গ্রহণ করতে পারে। তিনি বলেন, এ উদ্যোগটি বাংলাদেশে জনপ্রিয় করার জন্য সহায়তা করতে আগ্রহী ঢাকার ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের স্থলবন্দরগুলো দিয়ে যাতে দুই দেশের রপ্তানিযোগ্য সব পণ্য আসা-যাওয়া করতে পারে সে বিষয়টিতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে আলোচনায় অংশ নেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, কমার্শিয়াল অফিসার প্রামেশ বাসাল, এফবিসিসিআইর সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু, মীর নিজাম উদ্দিন, পরিচালক প্রবীর কুমার সাহা ও সুজিব রঞ্জন দাস। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, শিক্ষা ও কারিগরি সহায়তার বিষয় আলোচনায় উঠে আসে। রিভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্ক গাঢ়তর হয়েছে। এফবিসিসিআই সভাপতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ভারতে বিপুলসংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি প্রশিক্ষক রয়েছে, যারা এফবিসিসিআইর শিক্ষা-প্রশিক্ষণ প্রতিষ্ঠান দুটিতে কাজ করতে আসতে পারেন। তবে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির বিষয়ে যথাযথ ব্র্যান্ডিং হলে, ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা এ বিষয়ে অবগত হবেন। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে এলে, বাংলাদেশ তা থেকে উপকৃত হবে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর