সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

লে. জেনারেল মামুন খালেদের ইউএসআই ফেলোশিপ অর্জন

নিজস্ব প্রতিবেদক

লে. জেনারেল মামুন খালেদের ইউএসআই ফেলোশিপ অর্জন

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সামরিক নেতৃত্ব শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) হতে ফেলোশিপ অর্জন করেছেন। আইএসপিআর জানায়, ভারতের ইউএসআইয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং (অব.) গত ১৯ আগস্ট লে. জেনারেল মামুন খালেদকে ফেলোশিপ প্রদান করেন। লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ইউএসআই হতে এ সম্মান অর্জন করেন। উল্লেখ্য, ইউএসআই ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লিভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরক্ষা সেবার সব বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর