সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তি দেন’

ফেনী প্রতিনিধি

‘আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তি দেন’

চাঞ্চল্যকর ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকালও মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহ আলমের সাক্ষ্য নেওয়া হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তার সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রদান শেষ না হওয়ায় আদালত তৃতীয় দিনের মতো আজ সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। সাক্ষ্যে পিবিআইর পরিদর্শক শাহ আলম জানান, ১২ জন আসামি বিচারকের  কাছে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আসামিদের ধরতে একাধিক গুপ্তচর নিয়োগ করি। দেশের বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করার পূর্ণাঙ্গ বর্ণনা দেন তিনি। তিনি জানান, আসামিদের সাক্ষ্যের ভিত্তিতে অপরাপর আসামিদের গ্রেফতার ও বিভিন্ন আলামত জব্দ করি। এ পর্যন্ত এ মামলায় ৮৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।  প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানির অভিযোগ আনেন তার মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

পাঁচদিন মৃত্যুশয্যায় থেকে গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে নুসরাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর