মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আগস্টেই তফসিল, অক্টোবরে ভোট

এরশাদের শূন্য আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আগস্টেই তফসিল, অক্টোবরে ভোট

আগস্টের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহে রংপুর-৩ আসনে উপনির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন কমিশনের ৫০তম সভায় নির্বাচন কমিশনাররা এ বিষয়ে একমত হয়েছেন। এ ছাড়া এ আসনের উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে ইসির। 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ১৪ জুলাই তিনি ইন্তেকাল করেন, ওই দিন আসনটি শূন্য ঘোষণা করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। রংপুর-৩ আসনের উপনির্বাচনের দিন-তারিখ নির্ধারণে ইসি সচিবালয় কমিশন সভায় দুটি প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে কমিশন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। ইসি বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, যে কোনো নির্বাচন আয়োজনে তফসিল ঘোষণা হতে নির্বাচন অনুষ্ঠানে মোট ৩৫-৪৫ দিন সময় প্রয়োজন হয়। এ সব দিন বিবেচনায় নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা ১-৩ অক্টোবর অথবা ১০ অক্টোবর রংপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সময়ের মধ্যে এ উপনির্বাচন অনুষ্ঠানের জন্য আগস্টের শেষে অথবা ১ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণার প্রয়োজন হবে। ইসির কর্মকর্তারা বলেছেন, গত বুধবার রংপুর-৩ আসনের শূন্য হওয়ার গেজেট ইসিতে এসেছে। এ উপনির্বাচনের বিষয় কমিশনে উপস্থাপন হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল হতে পারে। আর অক্টোবরে প্রথম সপ্তাহে উপনির্বাচনের ভোটগ্রহণ হতে পারে। তারা জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর