মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বুকের হাড় না কেটে হার্টে অস্ত্রোপচার সরকারিভাবে

নিজস্ব প্রতিবেদক

বুকের হাড় না কেটে হার্টে অস্ত্রোপচার সরকারিভাবে

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে বুকের হাড় না কেটেই হার্টের সফল অস্ত্রোপচার করা হয়েছে। গত রবিবার ন্যাশনাল

ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ

(এনআইসিভিডি) হাসপাতালে এশিয়ার সবচেয়ে তরুণ কার্ডিলোজি সার্জন ডা. আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে এ মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) করা হয়। ১২ বছরের মেয়ে নূপুরের এ অস্ত্রোপচারে

হাসপাতালের মোট ১০ জন চিকিৎসক অংশ নেন। নূপুর অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্টের (এএসডি) রোগী। তার হার্টের ওপরের দুটি চেম্বারে ছিদ্র ছিল বলে সাংবাদিকদের জানান ডা. সিয়াম। এ অস্ত্রোপচারে প্রায় আড়াই ঘণ্টা সময় নেন চিকিৎসকরা। এমআইসিএস হলো কার্ডিয়াক সার্জারির সবচেয়ে আধুনিক চিকিৎসা। এ প্রক্রিয়ায় বুকে ওপেন     হার্ট সার্জারির পরিবর্তে ছোট একটি ছিদ্রের মধ্য দিয়ে অস্ত্রোপচার করা হয়। এ ক্ষেত্রে চিকিৎসকরা বুকের হাড় অর্থাৎ স্টানার্ম না কেটে দুটি হাড়ের (রিবস) মধ্য দিয়ে অস্ত্রোপচার করেন। এতে ব্যথা কম লাগে, রোগীও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ডা. আশরাফুল হক সিয়াম জানান, ‘বুকের পাঁজরের তিন বা চার নম্বর রিবসের মধ্য দিয়ে আমরা ছোট্ট একটি ছিদ্র করি, দুই ইঞ্চির মতো আড়াআড়িভাবে কেটে তারপর অপারেশন করি। ফুসফুসকে চাপা দিয়ে কাজটি করা হয়। মেয়েটি এখন সুস্থ আছে, তিন ধাপ পর্যবেক্ষণের পর ওকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেওয়া হবে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর