মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
জেলা প্রশাসনের এলএ শাখা

পদ ২৭৮টি শূন্য ১৯০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কানুনগোর পদ আছে ১৮টি, কর্মরত আছেন মাত্র দুজন। সার্ভেয়ারের ৫৫টি পদ থাকলেও কর্মরত আছেন ২৫ জন। অফিস সহকারীর ৪৫টি পদের মধ্যে আছেন সাতজন। চেইনম্যান ১১০ জনের মধ্যে আছেন ৩১ জন। প্রসেস সার্ভারের ১৯টি পদে কর্মরত আছেন মাত্র ৫জন। এভাবে ১৭টি পদের বিপরীতে ২৭৮ জনবল নিয়োগ দেওয়া হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮৮ জন। ভূমি অধিগ্রহণের মতো একটি অত্যন্ত জরুরি শাখায় দীর্ঘদিন ধরে ১৯০টি পদ শূন্য       রয়েছে। এক-তৃতীয়াংশ পদ শূন্য থাকায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়ছার বলেন, ‘সরকারের অগ্রাধিকার প্রকল্প ছাড়াও বর্তমানে অনেক প্রকল্প চলছে। তাছাড়া অতীতের তুলনায় বর্তমানে এলএ শাখায় তিনগুণ কাজ বেড়েছে। অথচ জনবল সেই পুরনো। অনুমোদিত পদগুলোও যদি পূর্ণ থাকে, তাহলে কাজ করা সহজ হতো। কিন্তু এখন তাও নেই।’ জানা যায়, উন্নয়ন কর্মকান্ডের জন্য ভূমি অধিগ্রহণ কাজ হয় এ শাখায়। কিন্তু দীর্ঘদিন ধরে এ শাখায় এক তৃতীয়াংশ জনবলের পদ শূন্য থাকায় দাফতরিক কাজ চলছে মন্থর গতিতে। এ শাখার অধীনেই বর্তমানে ছোট-বড় প্রায় দেড় শত উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর