মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

সাত দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

গতকাল বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম আজ মঙ্গলবার থেকে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সোনার দাম বাড়ানো হয়েছে গত ১৮ আগস্ট। বাজুসের নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করেছে ৫০ হাজার ৬৮০ টাকা। এ মানের সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৫১৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হবে ৩০ হাজার ৩২৬ টাকা। বতর্মানে দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর