শিরোনাম
বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নিরাপত্তার চাদরে ঢাকছে রাজশাহী

আরও ১৫০ পয়েন্টে বসছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নিরাপত্তার চাদরে ঢাকছে রাজশাহী

নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে পুরো রাজশাহীকে। সিটি কলেজের ছাত্র হত্যা, রুয়েট শিক্ষককে মারধর ও স্ত্রীকে লাঞ্ছিত করাসহ বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। এসব ঘটনা রোধে ও অপরাধীদের চিহ্নিত করতে নতুন করে আরও ১৫০ পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। যদিও এর পুরো অর্থ ব্যয় করবে সিটি করপোরেশন। এসব ঘটনার পর নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়াতে ও অপরাধীদের চিহ্নিত করতে শুরু হয়েছে সিসি ক্যামেরা বসানো। নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে ইতিমধ্যে সিসি ক্যামেরা বসিয়েছে। আলোচিত এসব ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও। ২০১৬ সালে নগরীর ২৬টি পয়েন্টে ৬০ লাখ টাকা ব্যয়ে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। সেগুলোর কিছু নষ্ট হয়ে গেছে। আর কিছু সচল আছে। পুলিশ সেগুলো দেখেই কিছু অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করতে পেরেছে। তবে পুরো নগরীকে সিসি টিভির আওতায় নিয়ে আসতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। নগর পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার রশিদুল হাসান জানান, তারা সিটি করপোরেশনকে অনুরোধ করেছেন, নগরীর নিরাপত্তার জন্য কিছু সিসি টিভি বসানোর। তবে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে। নগরীতে থাকা প্রতিষ্ঠানগুলো যদি তাদের প্রতিষ্ঠানের সামনে থেকে রাস্তা যতটা দেখা যায়, সেভাবে সিসি টিভি লাগায়, তাহলে অপরাধ দমন ও অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে। তারা ইতিমধ্যে ২৫০টি পয়েন্ট চিহ্নিত করেছেন সিসি টিভির জন্য। রাজশাহী          সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ২৫০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর জন্য নগর পুলিশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে আপাতত তাদের চাহিদা অনুযায়ী সিসি টিভি বসানো সম্ভব হচ্ছে না। ১৫০টি পয়েন্টের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর