বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে ‘লাট ভাই’দের রাজত্ব

এলাকায় এলাকায় অর্ধশতাধিক ভাইয়ের ৬০০ অনুসারী

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘লাট ভাই’দের রাজত্ব

চট্টগ্রামের এলাকায় এলাকায় চলছে কথিত ‘লাট ভাই’দের রাজত্ব। চুরি, ছিনতাই, জায়গা দখল, মাদক ও অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অপরাধের সব শাখা ও উপ-শাখায় বিচরণ রয়েছে এসব ‘লাট ভাই’ ও তাদের অনুসারী ‘ছোট’ ভাইদের। কথিত এসব ভাইদের হাতে খুন যেন নিত্য ঘটনা। গত এক বছরে ‘লাট ভাই’ ও তাদের অনুসারীদের হাতে খুন হয়েছে কমপক্ষে ১০ জন। সোমবার যার সর্বশেষ বলি হন স্কুলছাত্র জাকির হোসেন সানি। তবে কথিত এই লাট ভাইদের লাগাম টানার কথা জানান সিএমপি কমিশনার মাহবুবর রহমান। তিনি বলেন, ‘এলাকাভিত্তিক সন্ত্রাসী গ্রুপগুলোর নেপথ্যে রয়েছে কিছু রাজনৈতিক বড় ভাই। থানাভিত্তিক এসব বড় ভাইদের তালিকা তৈরি করা হয়েছে। প্রত্যেক থানা পুলিশকে কথিত বড় ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম বলেন, ‘এলাকাভিত্তিক গ্রুপগুলোর নেপথ্যে অনেক রাঘববোয়াল জড়িত। আমরা এখন ওই সব রাঘব বোয়ালদের চিহ্নিত করার কাজ করছি। একই সঙ্গে এলাকাভিত্তিক গ্রুপগুলোর তালিকা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফলপ্রসূ অভিযান পরিচালনা করতে                পারব।’ সিএমপি সূত্রে জানা যায়, নগরীর ১৬ থানায় কিশোর অপরাধী ও তাদের কথিত বড় ভাইদের একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় প্রায় ৩০০ স্পটে ৬০০ জন এলাকাভিত্তিক অপরাধীর নাম উঠে এসেছে। এ তালিকায় থাকা অপরাধীদের মধ্যে অর্ধশতাধিকই হচ্ছে কথিত বড় ভাই বা লাট ভাই। যারা বিভিন্ন উৎসবে কেন্দ্রীয় দলীয় ব্যানারে পোস্টার ও ব্যানার করলেও বেশির ভাগেরই দলীয় কোনো পদ নেই। তারা ‘প্রভাবশালী নেতা’ তকমা দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। সিএমপির কয়েকজন ওসির সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের মাথা ব্যথার অন্যতম কারণই হচ্ছে বিভিন্ন এলাকাভিত্তিক গ্রুপগুলোর দ্বন্দ্ব। বর্তমানে নগরীতে যত অপরাধ সংঘটিত হচ্ছে বেশিরভাগই এলাকাভিত্তিক আধিপত্যকেন্দ্রিক। কথা কাটাকাটি, প্রেম কিংবা পান থেকে চুন খসলেই সংঘাতে জড়িয়ে পড়ে এসব গ্রুপ ও উপ-গ্রুপগুলো। গত এক বছরে নগরীতে কমপক্ষে ১০টি খুন হয়েছে এই গ্রুপগুলোর হাতে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর