বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সিলেটে নতুন মোড়কে পুরনো প্রতারণা!

২০০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

অফিসের সাইনবোর্ডে লেখা ‘আমার বাজার ডটকম’। অফিসের ভিতরে এক কোনায় রাখা তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। সবাই জানেন অফিসটি একটি অনলাইন বিজনেস কোম্পানির। অনলাইনে পণ্য অর্ডার দিলেই তারা দিয়ে থাকে ফ্রি হোম ডেলিভারি। কিন্তু অনলাইন কোম্পানির সাইনবোর্ডের আড়ালে ভিতরে কী চলছে তা অনেকেরই ছিল অজানা। গত সোমবার রাতে অফিসটিতে র‌্যাব-৯ এর একটি দল হানা দেওয়ার পর ফাঁস হয়েছে গোমর। মাত্র ২০০ দিনে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে সহজ-সরল মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল ওই প্রতারক চক্র। প্রতারক চক্রের মূলহোতাদের সবাই এমএলএম কোম্পানির সাবেক কর্মকর্তা। নতুন নামে পুরনো কায়দায় তারা হাতিয়ে নিচ্ছিল টাকা। এর আগে একইভাবে ৪-৬ মাসে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল ‘ইউনিপে’ ও ‘ভিসা র‌্যাভ’ নামের দুটি হায় হায় কোম্পানি। সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং সিটির সাততলায় গত ছয়মাস আগে ‘আমার          বাজার ডটকম’ নামে একটি বিশাল অফিস ভাড়া নেয় আবদুল গণি নামের এক ব্যক্তি। এরপর থেকে বাইরে ‘আমার বাজার ডটকম’র সাইনবোর্ড লাগিয়ে ভিতরে পরিচালনা করা হচ্ছিল ‘ডিল ফেয়ার’ নামের একটি অনলাইনভিত্তিক হায় হায় কোম্পানির কার্যক্রম। এজেন্টদের মাধ্যমে সিলেটের বিভিন্ন প্রবাসী ও বিত্তবানদের টার্গেট করে অফিসে এনে ২০০ দিনে বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার লোভ দেখানো হতো। অনেকেই প্রতারণার ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা তুলে দিয়েছেন এই প্রতারক চক্রের কাছে।

এ রকম প্রতারণার খবর পেয়ে সোমবার ‘আমার বাজার ডটকম’-এ হানা দেয় র‌্যাবের একটি দল। সেখান থেকে আটক করে প্রতারক চক্রের সদস্য ‘ডিল ফেয়ার’র সিলেট অফিসের ‘বড়কর্তা’ হেলাল আহমদ সবুজকে। এ সময় সে জানায়, এই প্রতারণার মূলহোতা হচ্ছে আবদুল গণি নামের আরেক ব্যক্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর