বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বাড়ছে শিশু ধর্ষণ অভিভাবকরা উদ্বিগ্ন

৪২ সংগঠনের আজ ধর্ষণ বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় উদ্বেগজনক হারে বেড়েছে শিশু ধর্ষণ। গত দুই সপ্তাহে এ ধরনের কয়েকটি ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন

অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, ভয়ভীতি ও প্রলোভনের পাশাপাশি ফাঁদে ফেলেও একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে ধর্ষণ প্রতিরোধে প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং ফোরামকে সতর্ক রাখা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। এ ছাড়া খুলনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী ৪২টি সংগঠনের আয়োজনে শিববাড়ী মোড়ে আজ ধর্ষণবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পুলিশ জানায়, ২৫ আগস্ট মহানগরীর লোহাপট্টি এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মেয়েটির খালাতো ভাই অভিযুক্ত আশিককে (২০) গ্রেফতার করে পুলিশ। ১৬ আগস্ট টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকায় বিয়েবাড়িতে ধর্ষণের শিকার হয় সাত বছরের শিশু। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস          সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করলেও শিশুটি ধর্ষণকারীকে শনাক্ত করতে পারেনি। ২৯ জুন নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় প্রেমের প্রস্তাব দিয়ে বেড়াতে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীকে (১৪) গণধর্ষণ করে বখাটেরা। ১৮ জুন খুলনা ইসলামিয়া কলেজে সাত বছরের দুই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষকদের টিভিকক্ষে নিয়ে ধর্ষণ করে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মহিবুল্লাহ (৫০)।

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক সংগঠন জনউদ্যোগ, খুলনার নারী সেলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু বলেন, ‘খুলনায় শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ফেসবুক-ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার, মাদকের সহজলভ্যতা ও দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতি এসব অপরাধের জন্য দায়ী।’

তবে মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপ বন্ধে আবাসিক হোটেল ও সন্দেহজনক স্থানগুলোয় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। তিনি বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে। তবে পিতা-মাতা, অভিভাবকদের সচেতনতার পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে সবাইকে সক্রিয় হতে হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর