বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর পথেই বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর রচিত পথ ধরেই বিশ্বসভায় মাথা তুলে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু চেতনার বাতিঘর হয়ে বেঁচে থাকবেন- যত দিন এই পৃথিবী থাকবে। তিনি চিরঞ্জীব হয়ে আমাদের মাঝে থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান। শোকের মাসে জাতির পিতাকে এভাবে স্মরণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার  আহমেদ। অর্থমন্ত্রী আরও বলেন, দেশ পরিচালনার জন্য স্বল্পসময়ে যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছিলেন, তা এখনো অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও এর প্রয়োজনীয়তা ফুরাবে না। অতি অল্প দিনে দিয়েছেন একটি সংবিধান, যেখানে সবকিছু রয়েছে। জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আসুন তাঁর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর