বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন ফারহানা

তুমুল বিতর্ক ও তীব্র সমালোচনার মুখে অবশেষে সরকারের কাছে করা প্লটের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বরাবর জাতীয় সংসদের প্যাডে এ আবেদন জানান বিএনপির এই সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আবেদনে তিনি লিখেন, ‘আমার দল-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)        এর তৃণমূল  নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট সংসদের দাফতরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’ এর আগে সংসদ সদস্য হিসেবে পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে রুমিন ফারহানার করা আবেদনের একটি কপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। রুমিনের প্লট বিতর্ক সারা দেশে ছড়িয়ে পড়ে। খোদ বিএনপির নেতা-কর্মীরাই সমালোচনায় মুখর হন। বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আবার তাদের কাছ থেকে প্লট সুবিধা নেওয়ার রুমিন ফারহানার আবেদনে অস্বস্তিতে পড়ে বিএনপির হাইকমান্ড। সরকারি দলের নেতা-কর্মীরাও রুমিন ফারহানার আবেদনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর