বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
বরিশাল শিক্ষা বোর্ড

উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শিক্ষা বোর্ডের রেকর্ড সাপ্লায়ার গোবিন্দ চন্দ্র পাল এবং ইতিমধ্যে ৪ বছরের জন্য বহিষ্কার হওয়া ১৮ পরীক্ষার্থীকে আসামি করে গত সোমবার রাতে নগরীর বিমানবন্দর থানায় এ মামলা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজীম। নগরীর বিমানবন্দর থানার ওসি মাহবুব-উল আলম     জানান, ১৯ জনকে আসামি করে মামলা দায়ের হলেও আসামির সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে। এ ঘটনার সঙ্গে শিক্ষা বোর্ডের আরও অনেকে জড়িত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত সব কাগজপত্র বোর্ড কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। অধিকতর তদন্তে যারা দোষী হবে তাদের প্রত্যেককে এ মামলার আসামি করা হবে।

বিগত এইচএসসির উত্তরপত্র নিরীক্ষক নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক আবু সুফিয়ান জানান, সোমবার সন্ধ্যায় রেকর্ড শাখায় কর্মরত বেশ কয়েকজন কর্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন তদন্ত কমিটি। এর আগে গত বৃহস্পতিবার উচ্চতর গণিতের প্রধান পরীক্ষক পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, তিনি এবং পরীক্ষক বরিশাল নগরীর মানিক মিয়া মহিলা কলেজের শিক্ষক মনিমোহনের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বরিশাল আঞ্চলিক কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় পরীক্ষক মনিমোহনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর