বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বেনাপোলে আগুনে কোটি টাকার পণ্য ছাই, তদন্ত কমিটি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডে গতকাল সকালে আগুন লেগে কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ ডেপুটি ডাইরেক্টর আবদুল জলিলের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, সকালে গোডাউন খুলেই ভিতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আনসার                সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নিভানো গ্যাস এনে আগুনে নিক্ষেপ করলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মনির হোসেন জানান, বন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের লোকবল কম থাকায় আগুন তাৎক্ষণিক নেভানো সম্ভব হয়নি।

 বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, সকালে কেমিক্যালের ৩৫ নম্বর শেডে কেমিক্যালের বিক্রিয়ায় হঠাৎ করে আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তদন্ত টিম রিপোর্ট দিলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর