বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অভিমান করে দেড় মাসের শিশু সন্তান জান্নাতকে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন সোনিয়া বেগম (২৫) নামে এক মা। তবে বেঁচে যান সোনিয়া। গতকাল সকালে রাজধানীর স্বামীবাগে শক্তি ঔষধালয় গেটের পাশে মিনি কমপ্লেক্স ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। সোনিয়া বেগম খুলনার খালিশপুর থানার রায়ের মহল গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। স্বামী আনোয়ার হোসেন জানান, ৩ বছর আগে প্রেম করে বিয়ে করেন তারা। তাদের মধ্যে কোনো কলহ ছিল না। তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী। একমাত্র মেয়ে জান্নাতকে নিয়ে তারা স্বামীবাগে থাকেন। সোনিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। সে তার ছোট ভাই সাদ্দামকে স্ত্রীসহ বাসায় আসতে বলে। ভাই না আসায় অভিমান করে সে আত্মহত্যা করে। এখন আসতে পারবে না, কিছু দিন পরে আসবে বলে জানায়। এতে ভাইয়ের সঙ্গে রাগ-অভিমান করে সোনিয়া। সেই অভিমানেই আজ (গতকাল) সকালে সে কীটনাশক জাতীয় কিছু বাচ্চাকে খাওয়ায় এবং নিজেও পান করে।

পরে সে নিজেই ফোন করে আমাকে বাসায় আসতে বলে। বাসায় গিয়ে দেখি, দুজনই ফ্লোরে পড়ে রয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক মেয়ে জান্নাতকে মৃত ঘোষণা করেন। সোনিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার সঙ্গে কথা বলা যাবে না। তাই সোনিয়া সুস্থ হলে পুরো বিষয়টি জানা যাবে। সোনিয়ার ভাই মো. শফিক বলেন, তার বোনের কিছুটা মানসিক সমস্যা ছিল। তাদের বাড়ি কুমিল্লার হোমনায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর