বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার নাটক করছে

------ অধ্যাপক ইমতিয়াজ

প্রতিদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার একটি নাটক করছে। কারণ তারা মনে করে, এ অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ  দেশ তাদের পকেটে রয়েছে। রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তিতে গতকাল এক অনুষ্ঠানে চীন, ভারত ও জাপানের নাম উল্লেখ করে তিনি বলেন, তারা (মিয়ানমার) মনে করে, অন্তত তিনটি দেশ তাদের পকেটে রয়েছে। সুতরাং বাংলাদেশ আর কী করতে পারবে? এ অনুষ্ঠানে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ সম্পাদিত ‘রোহিঙ্গা শরণার্থী সংকট : টেকসই সমাধানের লক্ষ্যে’ শিরোনামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। খবর বিডিনিউজের। 

অধ্যাপক ইমতিয়াজ রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও ভূ-রাজনৈতিকÑএই পাঁচ বিষয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর  জেনোসাইড স্টাডিজ, অ্যাকশন এইড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজ  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব উজ জামান, কানাডার হাই কমিশনার বেনোয়া প্রিফঁতেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর