বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
২ কোটি টাকা কেলেঙ্কারি

বিচার বিভাগীয় তদন্ত দাবি জাবির সম্মিলিত শিক্ষক সমাজের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে ২ কোটি টাকা দেওয়ার অভিযোগ সম্পর্কে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সম্মিলিত শিক্ষক সমাজ। বিপুল পরিমাণ এই অর্থ কেলেঙ্কারির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখারও দাবি জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থি শিক্ষকদের সমন্বয়ে গঠিত এই জোটের শিক্ষকরা। গতকাল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা। লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, ‘সরকারি কোষাগার থেকে বরাদ্দপ্রাপ্ত অর্থ নিয়ে এমন হরিলুটের খবরে বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। এমন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা যদি হয়ে থাকে তবে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কর্তব্য।’ অর্থ কেলেঙ্কারির ঘটনার বক্তব্য জানতে চাইলে উপাচার্য সাংবাদিকদের প্রতি যে হুমকি-ধমকি প্রদান করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘সাংবাদিকদের প্রতি উপাচার্যের এমন আচরণ সংঘটিত দুর্নীতির আশঙ্কাকেই জোরালো করে। এ রকম একটি দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিকরা যে সৎসাহসের পরিচয় দিয়েছেন আমরা তাদের ধন্যবাদ জানাই।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সর্বশেষ খবর