বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
রেলওয়ে থানায় গণধর্ষণ

পুলিশের মাদক মামলায় সেই নারীর জামিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২৫ দিন পর পুলিশের দেওয়া মাদক মামলায় জামিন পেয়েছেন খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর ধর্ষণের অভিযোগকারী সেই নারী। গতকাল খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত ২ আগস্ট রাতে ওই নারীকে আটকের পর রেলওয়ে থানার মধ্যে তাকে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরের দিন ৩ আগস্ট পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক দেখিয়ে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায়ই দীর্ঘ ২৫ দিন পর জামিন দিয়েছে আদালত। আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, মামলায় আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিনে বিবাদী নারীকে আদালতে হাজির করার শর্তসাপেক্ষে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়। এদিকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আদালতের নির্দেশে এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। নির্যাতনের এই মামলায় তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ গত সোমবার জেলগেটে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর