বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম বিমানবন্দরে ৮১৪ কার্টন সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রীর কাছ থেকে ৮১৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল সকাল ৭টা ২৫ মিনিটে বিজি ১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। প্রতি কার্টনে ২০০ শলাকা থাকা সিগারেটের আনুমানিক মূল্য ৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ নামের তিন যাত্রীর কাছে সিগারেটগুলো পাওয়া যায়। তাদের সাময়িকভাবে আটক করা হয়। এর আগে গত ২৬ আগস্ট একই ফ্লাইটে ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও রিদমি ব্রান্ডের ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বলেন, ‘ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের একটি চালান আটক করা হয়েছে। চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য ঠেকাতে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর