বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

’৭৫ এর নেপথ্যের কুশীলবদের খুঁজতে কমিশন হবেই

--------------- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করার জন্য একটা কমিশন গঠন করবই। এই কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এই সভার আয়োজন করে। সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ। আনিসুল হক বলেন, আজকে আমরা সম্ভাবনার আলো দেখছি। আজকে আমরা একটা কমিশন গঠন করতে পারি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর