শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিকের প্রশ্ন তৈরি করতে হবে স্কুলেই

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক স্কুলের সাময়িক ও বার্ষিক পরীক্ষার (প্রাথমিক সমাপনী ব্যতীত) প্রশ্ন তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদেরই। কোনো অবস্থাতেই প্রশ্ন কোনো সমিতি বা অন্য উৎস থেকে সংগ্রহ করা যাবে না। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল-হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

তথ্যমতে, প্রাথমিকের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বর্তমানে উপজেলা/থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি তৈরি করে। পরিপত্রে বলা হয়- বাইরে থেকে সংগ্রহের ফলে শিক্ষকদের প্রশ্ন তৈরির সক্ষমতা লোপ পাচ্ছে। শিক্ষকদের প্রশ্ন করার সক্ষমতা না থাকলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না। এ কারণেই শিক্ষকদের প্রশ্ন তৈরি করা জরুরি। জানতে চাইলে সচিব মো. আকরাম আল-হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিক্ষকরা নিজে প্রশ্নপত্র না করায় তাদের এ নিয়ে সক্ষমতা বাড়ছে না। তারা শুধু পড়িয়েই যাচ্ছেন। একই সঙ্গে প্রশ্ন নিয়ে ব্যবসাও করছে বিভিন্ন সমিতি। শিক্ষকরা নিজে প্রশ্ন করলে এ ব্যবসাও বন্ধ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর