বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের সংবর্ধনা দেবে না বার

নিজস্ব প্রতিবেদক

কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ থাকলে তাকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে কর্মরত কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ থাকলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে তাদের কোনো ধরনের সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। হাই কোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরুর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা হয়, আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যায়। বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার জন্য এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আইনজীবী সমিতি আশা করছে। দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতি কঠোর ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর