শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

টিআইবির রিপোর্ট উদ্দেশ্যমূলক

----- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে ভুল রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি একপেশে ও উদ্দেশ্যমূলক। গত বুধবার টিআইবি দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তৃণমূল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (তৃণমূল বিএনপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমরা অতীতেও দেখেছি টিআইবি উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করে। পদ্মা সেতুর নির্মাণকাজ যখন শুরু হয় তখন দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক তদন্ত করছিল আর টিআইবি বিশ্বব্যাংকের একধাপ ওপরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। বিশ্বব্যাংক যে অভিযোগ করেছিল তা যে মিথ্যা ও বানোয়াট তা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। এরপর টিআইবির উচিত ছিল তাদের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু তারা তা করেনি।

তিনি বলেন, ‘টিআইবি বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টগুলোয় ভুল থাকে। আমরা সমালোচনা চাই, সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে। কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে, গণতন্ত্র ধূলিসাৎ হবে। আমি আশা করব, টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে এবং তাদের ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি গতকাল একটা সেমিনারে রোহিঙ্গা নিয়ে যা বলেছেন তা সঠিক নয়। রোহিঙ্গা নিয়ে সরকার সঠিক পথে এগোচ্ছে। এরই মধ্যে রোহিঙ্গা নিয়ে সরকার আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়িয়েছে। সে কারণে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু বাংলাদেশের কিছু এনজিও এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মী রোহিঙ্গাদের নিয়ে খেলতে চায়। তাদের কারণে এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে। তাই রোহিঙ্গা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ নেই।’

তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোট বিএনএফের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মজুমদার, বিএনএ মহাসচিব মেজর (অব.) হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব ব্যারিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর