শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
১৫ আগস্টের হত্যাকান্ড

এইচটি ইমামকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আপনি ১৫ আগস্টের বিষয়ে এইচ টি ইমামকে জিজ্ঞাসা করুন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট আওয়ামী লীগের লোকেরাই একজন আরেকজনকে হত্যা করে ক্ষমতা দখল করেছেন। আর এখন ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। খালেদা  জিয়ার বিপজ্জনক অসুস্থতায়ও ভ্রুক্ষেপ করছে না। সরকারের এই অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে দেশনেত্রীর প্রাণনাশ করতে এক গভীর ষড়যন্ত্রে মেতেছেন তারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আলোচনা সভায় বলেছেন, পঁচাত্তর সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাে র মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য যদি সত্য হয়, তাহলে ১৫ আগস্টের মর্মস্পর্শী ঘটনার পর আওয়ামী লীগের লোকজনই সরকার গঠন করলেন কীভাবে? রিজভী আরও বলেন, যারা সেদিন লাশ ডিঙ্গিয়ে মোশতাক সরকারের স্পিকার থেকে শুরু করে মন্ত্রী-এমপি ছিলেন এদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন এবং তারা এমপি হলেন কীভাবে?

রিজভী বলেন, ১৫ আগস্টের সময় বিএনপির সৃষ্টিই হয়নি এবং শহীদ জিয়াউর রহমান তখন তো কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। তাহলে তাকে অভিযুক্ত করতে আওয়ামী নেতারা এত তৎপর কেন? তৎকালীন সেনাপ্রধানের কোনো দায় নেই কেন? কারণ তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। ইতিহাসই এর প্রমাণ। তিনি আরও বলেন, যে ব্যক্তিরা সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাে র প্লট তৈরি করেছিলেন, যে ব্যক্তিরা খন্দকার মোশতাকের শপথে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছিলেন, সেই ব্যক্তিরাই এখন সরকারের চারপাশে ঘোরাঘুরি করছেন। পঁচাত্তরে আওয়ামী লীগের লোকেরাই একজন আরেকজনকে হত্যা করেছেন, একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা দখল করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর