শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

জরিমানা

নিজস্ব প্রতিবেদক

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

উত্তরায় আবাসিক এলাকায় গতকাল রাজউক উচ্ছেদ অভিযান চালায় -বাংলাদেশ প্রতিদিন

আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধ, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রাজধানীর   উত্তরা আবাসিক এলাকায় দ্বিতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করা হয়।  উত্তরা সেক্টর-১১-এর এ গরীব-ই-নেওয়াজ এভিনিউয়ে অভিযান চালিয়ে মোট ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ভবনগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য প্লাটিনাম  হোটেলকে ৫ লাখ টাকা, মাইলস্টোন কলেজ ভবনকে ৩ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংককে ২ লাখ এবং অন্য একটি ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া  বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন কওে দেওয়া হয় এবং ভবনগুলোর কার   পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত  দোকান ও কক্ষ ভেঙে কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়। রাজউকের জোন-২-এর  পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অঞ্চল-২-এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ ছাড়া অভিযানে অংশ নেন সহকারী অথরাইজড  অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর