শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফ্লাইওভার থেকে পড়ল ৪০ হাজার পিস ইয়াবা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে নগরীর দেওয়ানহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট আবদুল কুদ্দুস। এ সময় হঠাৎ ওপর থেকে পড়ে একটি চটের বস্তা। কৌতূহল থেকে চটের বস্তা অন্যান্য ট্রাফিক সদস্যের সহায়তায় পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পর সবার ‘চক্ষু যেন চড়ক গাছ’ হয়ে যায়। বস্তার মধ্যেই তারা দেখতে পান বিপুল ইয়াবা। পরবর্তীতে ডবলমুরিং থানা পুলিশ এসে উদ্ধার করে ইয়াবার বিশাল চালানটি। নগর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর) তারেক আহমেদ  বলেন, সার্জেন্ট কুদ্দুস দায়িত্ব পালনকালে হঠাৎ দেখতে পান ফ্লাইওভার থেকে একটি চটের বস্তা নিচে পড়ে। পরে অন্যান্য পুলিশ সদস্যের সহায়তায় সেই বস্তা পুলিশ বক্সে নিয়ে গিয়ে তাতে দেখতে পান প্রায় ৪০ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় ডবলমুরিং থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দুই কারণে বিপুল ইয়াবার চালান ফেলে যেতে পারে মাদক পাচারকারীরা। হয়তো পথে কোনো পুলিশের চেক পোস্ট ছিল। তাই গ্রেফতার এড়াতে বিশাল এ চালানটি ফেলে দেয়। নয়তো মাদকের বড় কোনো চালান পাচার করতেই পুলিশ সদস্যদের ব্যস্ত রাখতে কৌশল হিসেবে ইয়াবার চালানটি ফেলে দেয়। নগরীর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, এরই মধ্যে এ মাদক নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর