শিরোনাম
শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল বলা যাবে না

----------- তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই সমন্বিতভাবে কাজ করছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তবে আমরা সফল সে কথা বলা যাবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ সফল তখনই বলা যেত যদি ডেঙ্গুতে একজন মানুষও আক্রান্ত না হতো। একজন মানুষও যদি ক্ষতিগ্রস্ত না    হতো। আমি সফল এ দাবি করব না। কারণ আমিও মানুষ, আর আমি মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই দায়িত্ব নিয়েছি। সেমিনারে স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব বলেন, রাজউক ভেঙে সিটি করপোরেশনের অধীনে দেওয়া দরকার। কারণ তারা যেভাবে ব্যবসা করছে, তাতে নগরায়ণের কোনো উন্নতি হবে না। সুতরাং সিটি করপোরেশনের অধীনে রাজউক চলে গেলে নগরায়ণের উন্নতি হবে। আমাদের সমন্বয়হীনতা বাড়ছে। নগরের উন্নয়ন করতে হলে এ সমন্বয়হীনতা দূর করতে হবে। সেমিনারে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবদুল হাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো আনসার আলী খান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর