শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শেরে বাংলা মেডিকেলের চিকিৎসাসেবার উন্নয়নে নানা সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জনবল সংকট দূর করতে অচিরেই চুক্তিভিত্তিক ১৫১ জন লোক নিয়োগ করবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে ৪০ জন আনসার সদস্য নিয়োগ, হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ৫ শয্যার মডেলাইজড ভবনটি আগামী ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনার জন্য হাসপাতাল চত্বরে বর্জ্য ধ্বংসকরণ প্লান্ট স্থাপন এবং হাসপাতাল চত্বরে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের লাইসেন্স যাচাই-বাছাই করার      জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। গতকাল বিকাল ৪টায় মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসান আবদুল্লাহ এমপির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, আগামী ১ মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত ১৫১ জন পরিছন্ন কর্মী ও নিরাপত্তা প্রহরী পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে জনবল সরবরাহকারী কোনো ঠিকাদারী প্রতিষ্ঠানের সহযোগিতা না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরসারি (প্রার্থীর সঙ্গে চুক্তি করে) এই নিয়োগ প্রদান করবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর