শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাদের সিদ্দিকী দক্ষিণ প্লাজায় নিজের জানাজা পড়ানোর বিরোধী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, তিনি মারা গেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা যেন না পড়ানো হয়। তিনি বলেন, অজু না করা পুলিশের স্যালুটের নামে লাথি মারা, এ আমি চাই না। কাদের সিদ্দিকী শুক্রবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের স্মরণ সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, দেশ কোনো নিয়মে চলছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলে ক্ষমতায় যায় সবাই।  কোরবানির চামড়ার টাকা মেরে খাওয়া এটাও কি মুক্তিযুদ্ধের চেতনা? সব ট্যানারির মালিক সরকারদলীয়। উপজেলার হাতিবান্ধা এলাকার হতেয়া রাজাবাড়ীর স্থানীয় এক মাঠে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান নবীন হোসেন। বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

নাশকতা মামলায় গ্রেফতার হওয়া বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে, যদি কোনো দিন ক্ষমতা দেয় ১৬ ডিসেম্বর যারা আতোয়ারের হাতে হ্যান্ডকাফ লাগিয়েছিল তাদের হাত-পায়ে আমি হ্যান্ডকাফ লাগাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর