শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

গোলাম সারওয়ার সাংবাদিকতা জগতের দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

‘প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ার সাংবাদিকতা জগতে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি ছিলেন একজন ভালো মানুষ, একজন ভালো সাংবাদিক। তিনি ছিলেন সফল সম্পাদক।’ গতকাল বিকালে তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আয়োজিত প্রয়াত সম্পাদক ‘গোলাম সারওয়ার স্মরণসভা’য় এসব কথা বলেন বক্তারা। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানের শুরুতে গোলাম সারওয়ারকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট  নীরবতা পালন করা হয়। পরে তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, আ স ম আবদুর রব, নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক ও সাবেক এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ, সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যসচিব আবুদল মালেক, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ প্রমুখ। এ ছাড়া নানা শ্রেণিপেশার বিশিষ্টজন এ স্মরণসভায় অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর