রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়া হত্যাকান্ডে জড়িত

১৫ আগস্টের নির্মমতার স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে আইন করে হত্যাকান্ডের বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট পরবর্তী সরকার ইনডেমিনিটি করে ওই হত্যাকান্ডের বিচার বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকান্ডে জড়িত। ১৫ আগস্ট কালোরাতের ৪৪ বছর পর প্রথমবারের মতো ওই ঘটনার স্মৃতিচারণমূলক আলোচনা সভা, দোয়া-মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি হাসানাত আবদুল্লাহ এমপি এ কথা বলেন। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিটি করপোরেশনের সহায়তায় গতকাল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এই স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ওই রাতে মিন্টো রোডের বাসায় গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যাওয়া আবদুর রব সেরনিয়াবাতের পুত্রবধূ ও অনুষ্ঠানের প্রধান আলোচক শাহান আরা বেগম। মুখ্য আলোচক ছিলেন ওইদিন মায়ের কোলে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল-৩ ও ৬ আসনের জাতীয় পার্টির এমপি যথাক্রমে গোলাম কিবরিয়া টিপু ও নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর