রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চারদিকে সবাই দেখি আওয়ামী লীগার, এতে কেমন কেমন লাগে!

---- শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, এখন চারদিকে দেখি সবাই আওয়ামী লীগার। দেখে কেমন কেমন লাগে! প্রশাসন, পুলিশ, ডাক্তার সবাই আওয়ামী লীগের দরদি। এদের ধাক্কায় ত্যাগী, নিষ্ঠাবান ও খাঁটি আওয়ামী লীগাররা পেছনে পড়ে গেছেন। শামীম ওসমান গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতা করছিলেন।             

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাচিপের সহ-সভাপতি ডা. দেবাশীষ সাহা। উপস্থিত ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক ডা. অনুপ কুমার সাহা, দফতর সম্পাদক ডা. এহসার উদ্দিন, সদস্য অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের প্রমুখ। খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এই অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, তাকে দু-দুবার মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি হননি। তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক করতে চাওয়া হয়েছিল, তিনি হননি। তিনি বলেন, পদের আশায় রাজনীতি করি না। রাজনীতি করি দেশকে ভালোবেসে। রাজনীতি করি সত্যকে উঁচু করে রাখার জন্য। এখন দেখি সবাই নিজেকে মুক্তিযোদ্ধা মনে করছেন। এটা তো একটা সমস্যা! সবাই নিজেকে আওয়ামী লীগার দাবি করছেন, এও এক সমস্যা! চরম দুর্নীতিবাজরাও দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণের জন্য কসম খাচ্ছেন। এসব লক্ষণ ভালো না। শামীম ওসমান বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। আমি তো একটু বেশি বেশি গন্ধ পাই। পঁচাত্তরের ১৫ আগস্টের মতো কিছু একটা করার ষড়যন্ত্র চলছে। সেজন্য বলি, আমায় আঘাত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু কারও টাকায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে ধ্বংস করতে দেওয়া হবে না। কারও সঙ্গে কোনো আপস করব না। দুষ্টচক্রের খেলোয়াড়দের মুখোশ উন্মোচন করতে আমার বেশি সময় লাগবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর