রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অপকর্মে যুক্ত ৪১ সংস্থাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে

----- পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নানা অপকর্মে জড়িয়ে পড়া ৪১টি এনজিওর তালিকা করে আমরা তাদের রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রত্যাহার করেছি। গতকাল সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর কক্সবাজারে ১৩৯টি দেশি-বিদেশি এনজিও তাদের সহায়তায় কাজ শুরু করেছিল। বিদেশি এনজিও সংস্থাগুলো বাইরে থেকে টাকা এনে রোহিঙ্গাদের সাহায্য করে। এতে আমরা লাভবান হই। কিন্তু যখনই টাকাগুলো সঠিক পন্থায় খরচ না হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে আরও কিছু এনজিও সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দারা তাদের চিহ্নিত করার কাজ করছে। চিহ্নিত করার কাজ শেষ হলে তাদেরও প্রত্যাহার করা হবে। শর্তের বাইরে গিয়ে কাজ করা কয়েকটি দেশি ও বিদেশি সংস্থা এরই মধ্যে তদবিরও শুরু করেছে। তারা দু-একটা খারাপ কাজ করে ফেলেছে স্বীকার করে ভবিষ্যতে এরকম না করার অঙ্গীকার করে মাফ চাইছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কাউন্সিলর আযম খান ও অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর