রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শান্তি ও সম্প্রীতির চেতনায় বসবাস করতে হবে

--- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এই চেতনাকে ধারণ করেই এখানে সব ধর্ম ও গোত্রের মানুষকে বসবাস করতে হবে। গতকাল দুপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত চেক বিতরণের সময় তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার। এ সময় পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার ৮টি মন্দির সংস্কারের জন্য ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে মন্ত্রী দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ২০ জনকে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর