রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তেলের ড্রামবোঝাই ফেনসিডিল আটক

নিজস্ব প্রতিবেদক

তেলের ড্রামবোঝাই ফেনসিডিল আটক

নসিমনে করে ঢাকায় আনা তেলের দুই ড্রামভর্তি ফেনসিডিল আটক করা হয়েছে। র‌্যাব গতকাল দুপুরে বছিলা থেকে এগুলো আটক করে। সেই সঙ্গে আটক করা হয় তিনজনকে। তারা হলেন আশরাফ (৪৭), শহীদুল ইসলাম (৩৪) ও আবদুল লতিফ (৩৩)। র‌্যাব-২-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে বছিলা ব্রিজের পুব পাশে অবস্থান নেন র‌্যাব সদস্যরা। বেলা ২টার দিকে একটি নসিমন দেখে সেটি থামান। নসিমনে দুটি নীল রঙের প্লাস্টিকের তেলের ড্রাম ছিল। র‌্যাব সদস্যরা নসিমনের চালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, চুয়াডাঙ্গার দর্শনা থেকে তারা ড্রাম দুটি এনেছেন ঢাকার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে। র‌্যাব সদস্যরা সেখানেই ড্রাম দুটির মুখ কেটে ভিতর থেকে ১ হাজার ৩৬৫টি ফেনসিডিলের বোতল জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ঢাকার এক ব্যক্তির সরবরাহের অর্ডার পেয়ে তারা সবার চোখ এড়াতে ফেনসিডিল নসিমনে বহনের কৌশল গ্রহণ করেন। এজন্য তারা মহাসড়ক এড়িয়ে আঞ্চলিক সড়ক দিয়ে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে মানিকগঞ্জের ঘিওর, সিঙ্গাইর হয়ে কেরানীগঞ্জ দিয়ে বছিলা ব্রিজ হয়ে মোহাম্মদপুরে ঢুকছিলেন। এ রকম চালান প্রতি সপ্তাহে ঢাকায় ঢুকছে বলেও জানান তারা। র‌্যাব-২-এর সিপিসি-৩ কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ফেনসিডিলের চালানের মালিক মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ী। তার পরিচয় পাওয়া গেছে এবং গ্রেফতারের চেষ্টাও চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর